অবৈধ গ্যাসলাইন উচ্ছেদে তিতাসের অভিযান
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কড়াইল বস্তি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি ফের একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে প্রতিষ্ঠানের চলমান অভিযানের অংশ হিসেবে গত ১৯ নভেম্বর মেট্রো ঢাকা বিপণন বিভাগ-৪ (গুলশান কার্যালয়) এলাকাজুড়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মেঢাবিবি-৪-এর কর্মকর্তা-কর্মচারী, তিতাসের লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগের প্রতিনিধি এবং গুলশান টহল পুলিশ উপস্থিত ছিল। গুলশানের রোড-৩২, রোড-৩৩ ও রোড-২৮ এলাকা থেকে কড়াইল বস্তিতে প্লাস্টিক হোজপাইপের মাধ্যমে নেওয়া অবৈধ সংযোগ শনাক্ত করে সোর্স লাইন কিলিংসহ মোট ৭০০ ফুট পাইপ অপসারণ করা হয়। এতে প্রায় ৩৫০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর আগে গত ২২ অক্টোবর তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজ গুলশান সোসাইটির নেতাদের নিয়ে অবৈধ সংযোগের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট লাইনের উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
