দুর্যোগ ঝুঁকি হ্রাসে মোবাইল অপটিমাইজড ওয়েবসাইট উদ্বোধন

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) উদ্যোগে গত বৃহস্পতিবার রাজধানীর বিজয় সরণিতে বাংলাদেশ সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে দুর্যোগ ঝুঁকি হ্রাসে ‘মোবাইল ফোন অপটিমাইজ ওয়েবসাইট’ উদ্বোধন করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন এবং জাইকা বাংলাদেশ-এর চিফ রিপ্রেজেন্টিভ ইচিগুচি তোমোহিদে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উইং ৩-এর উইং চিফ ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ সাইফুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং এই প্রকল্পের বিভিন্ন অংশীজন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেলিভিশন, সিটি কর্পোরেশন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি