বিমান বাহিনী প্রধানের সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে প্রত্যাবর্তন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। গত বৃহস্পতিবার বৈদেশিক সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করেছেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander, UAE Air Force & Air Defence এর আমন্ত্রণে ১৬-২০ নভেম্বর ২৫ তারিখ সংযুক্ত আরব আমিরাতে সফর করেন। সফরকালে বিমান
বাহিনী প্রধান দুবাই-এ অনুষ্ঠিতব Dubai International Air ChiefsÕ Conference 2025 (DIACC 2025) এবং Dubai Air Shwo 2025 তে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক/বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
