রাওয়ার ভেটেরানস ডে উদযাপন

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

রাওয়াতে গতকাল শনিবার ভেটেরানস ডে পালিত হলো। ভেটেরানস ডে উৎযাপনের জন্য দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ৮:৩০ ঘটিকায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলনের সময় বিউগলের সুরে রাওয়া আবেশিত হয়ে উঠে। জাতীয় পতাকা উত্তোলন করেন, রাওয়া চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আবদুল হক, পিএসসি (অব.), রাওয়ার পতাকা উত্তোলন করেন রাওয়া সেক্রেটারি জেনারেল, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পতাকা উত্তোলন করেন তিন বাহিনীর জ্যেষ্ঠ সদস্যরা।

এরপর দেশ, জাতি ও সবার মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাওয়ার পেশ ইমাম। এ সময় ভেটেরানরা ছাড়াও রাওয়ার ইসি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সকাল ৮:৪৫ ঘটিকায় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা ও তাদের পরিবাররা অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ওয়াকাথান প্যারেড। এ সময় পাইপ এবং ব্রাস ব্যান্ডের সুরের মুর্ছনায় ক্ষণিকের জন্য অতীত কর্মজীবনে ফিরে যান ভেটেরানরা। ওয়াকাথান প্যারেড রাওয়া ভবন থেকে শুরু হয়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেইট পর্যন্ত ঘুরে পুনরায় রাওয়ায় এসে সমাপ্ত হয়। সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় ভেটেরানদের জন্য দিনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।

ভেটেরানদের উদ্দেশে সূচনা বক্তব্য প্রদান করেন, রাওয়ার সেক্রেটারি জেনারেল। বক্তব্য প্রদান করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি এবং রাওয়া চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আবদুল হক, পিএসসি (অব.)। অনুষ্ঠানে ১৮২ জন ভেটেরানসকে ক্রেস্ট, সনদ এবং উত্তরীয় প্রদান করা হয়। এরপর রাওয়ার নিজস্ব সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। আমন্ত্রিত অতিথি, রাওয়ার সদস্যরা ও তাদের পরিবারদের জন্য আয়োজিত নৈশভোজের মধ্য দিয়ে ভেটেরানস ডে-২০২৫ এর পরিসমাপ্তি হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি