‘রেসিডেন্সি প্রোগ্রামকে উদাহরণ হিসেবে তৈরি করতে হবে’
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-তে বাংলাদেশে পোস্টগ্রাজুয়েট মেডিকেল শিক্ষার রেসিডেন্সি প্রোগ্রাম উন্নয়নের লক্ষ্যে ‘অ্যাডভান্সিং রেসিডেন্সি প্রোগ্রাম অফ পোস্টগ্রাজুয়েট মেডিকেল এডুকেশন ইন বাংলাদেশ: ব্রিজিং গ্যাপস, বিল্ডিং ফিউচার্স (Advancing Residency Program of Postgraduate Medical Education in Bangladesh: Bridging Gaps, Building Futures )’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিএমইউর শহিদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত এই গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমযার্দা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। সভাপতিত্ব করেন বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বাংলাদেশে পোস্টগ্রাজুয়েট মেডিকেল শিক্ষার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ, ভবিষ্যৎ দিকনির্দেশনা পর্যালোচনা করা, বিশেষ করে স্পেশালিস্ট প্রশিক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থাকে শক্তিশালী করা, পোস্টগ্রাজুয়েট মেডিকেল শিক্ষা, ভর্তি পরীক্ষা, প্রশিক্ষণ, পাঠ্যক্রম, মনিটরিং, মূল্যায়ন পদ্ধতির মূল বিষয়সমূহ নিয়ে বিশদ আলোচনা, পোস্টগ্রাজুয়েট মেডিকেল শিক্ষার উন্নয়ন এর ভবিষ্যৎ গঠনে চ্যালেঞ্জগুলো শনাক্ত করা এবং কার্যকর কৌশল প্রস্তাব করার লক্ষ্যেই ‘বাংলাদেশে পোস্টগ্রাজুয়েট মেডিকেল শিক্ষার রেসিডেন্সি প্রোগ্রাম উন্নয়ন: গ্যাপস দূরীকরণ, ভবিষ্যৎ নির্মাণ’ শীর্ষক এই রাউন্ড টেবিল আলোচনার আয়োজন করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
