পরিবেশ দূষণ রোধে যুব সমাবেশ ও শোভাযাত্রা
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

পরিবেশ দূষণ রোধে তরুণ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর অংশ হিসেবে আগারগাঁও প্রশাসনিক এলাকায় ‘প্লাস্টিক ও পলিথিনের বিকল্প পণ্যের ব্যবহার’ শীর্ষক এক যুব সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোহাম্মদ এজাজ, সমাবেশে সভাপতিত্ব পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পরিবেশবান্ধব ঘুড়ি উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন। পরবর্তীতে ‘পলিথিন আর নয়, প্রকৃতির হবে জয়’, ‘জৈব বিকল্প খুজে নিন, পলিথিন দূষণ রুখে দিন’, ‘পলিথিন পরিহার করি, দূষণমুক্ত দেশ গড়ি’ ইত্যাদি জনসচেতনতামূলক স্লোগানসমৃদ্ধ প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রাটি পরিবেশ অধিদপ্তর থেকে শুরু হয়ে আগারগাঁও প্রশাসনিক এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। যুব সমাবেশ ও শোভাযাত্রায় যুব উন্নয়ন অধিদপ্তর, পাট অধিদপ্তর, জুট ডাইভারসিফিকেশন সেন্টার, এসএমই ফাউন্ডেশন, গ্রিন সেভার্স, ডিজাইন বাই রুবিনা, এসিআই ফার্টিলাইজার, প্রিজম ফাউন্ডেশন, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। যুব সমাবেশে প্লাস্টিক ও পলিথিনের পরিবেশগত ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোকপাত করা হয় এবং এর বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পণ্য যেমন- পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ, কাগজের মোড়ক, বাঁশ ও বেতের তৈরি সামগ্রী, বর্জ্য থেকে জৈব সার উৎপাদন ইত্যাদি সম্পর্কে তরুণদের উৎসাহিত করা হয়। পরিবেশ অধিদপ্তর পরিবেশবান্ধব জীবনধারা উৎসাহিত করতে এবং প্লাস্টিক ও পলিথিন দূষণরোধে বিভিন্ন শিক্ষামূলক ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
