ট্রাস্ট ব্যাংক ও ছুটি গ্রুপের মধ্যে সমঝোতা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ছুটি গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যেখানে ট্রাস্ট ব্যাংক পিএলসির কার্ড ডিভিশনের প্রধান মো. মোস্তাফা মুশাররফ এবং ছুটি গ্রুপের চেয়ারম্যান মো. মোস্তাফা মাহমুদ আরিফি তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায়, ট্রাস্ট ব্যাংকের সব ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা ছুটি রিসোর্ট পূর্বাচল, ছুটি রিসোর্ট গাজীপুর, ছুটি অরণ্যবাস লিমিটেড এবং ছুটি ফরেস্ট ঈগল রিসোর্টে রুম ভাড়া এবং ডে-লং স্টে প্যাকেজে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। উক্ত সমঝোতা চুক্তি অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির বিজনেস ডিভিশনের প্রধান মো. মাহবুব হোসেন এবং ছুটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সামসুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
