ইস্টার্ন ব্যাংকের বি২ রেটিং পুনরায় নিশ্চিত করেছে মুডিস
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
মুডিস ইনভেস্টরস সার্ভিস ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর বি২ রেটিং পুনর্ব্যক্ত করেছে, যা বাংলাদেশের সার্বভৌম রেটিং দ্বারা সীমাবদ্ধ। এর মাধ্যমে ইবিএলের শক্তিশালী মূলধনভিত্তি, ধারাবাহিক লাভজনকতা, উচ্চ সম্পদমান এবং পর্যাপ্ত তারল্যের সরবরাহ প্রতিফলিত হয়েছে- চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশেও যা ব্যাংকের দৃঢ় অবস্থানের প্রমাণ। বাংলাদেশের ব্যাংকিং খাতে মুডিস দীর্ঘমেয়াদি আমানত ও ইস্যুয়ার রেটিংয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করলেও ইবিএলকে তারা অন্যতম শক্তিশালী পারফর্মার হিসেবে বিবেচনা করছে। মুডিসের বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি সামষ্টিক অর্থনৈতিক চাপকে প্রতিফলিত করলেও ইবিএলের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান- নির্দিষ্ট দুর্বলতার ইঙ্গিত প্রদান করে না। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
