খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধানমন্ডিতে দোয়া

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর ধানমন্ডিতে দোয়া মাহফিল করা হয়েছে। গতকাল বুধবার বাদ জোহর ধানমন্ডি ১৫ নম্বরের মধুবাজারে অবস্থিত মাদরাসাতুল ফালাহ এতিমখানায় এ দোয়ার আয়োজন করা হয়। এতিম শিশুদের মধ্যেও এসময় খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। দোয়ার আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে রেখে তাকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছে। সুচিকিৎসার সুযোগ তো দেওয়া হয়নি বরং এমন পরিবেশে আটকে রাখা হয়েছিল যাতে তার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যায়। তিনি আরও অভিযোগ করেন, খালেদা জিয়ার পরিবার তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে বারবার আবেদন জানালেও সরকার তা বিবেচনায় নেয়নি।