আহ্ছানিয়া মিশনে ‘গ্লোবাল ফ্র্যাটারনিটি’ সেমিনার শনিবার

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

অবিভক্ত বাংলার বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক ও সুফি সাধক খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর বিশ্ব ভ্রাতৃত্বের ভাবনার ওপর ডিএএম ক্লাব-২৫ এবং আহ্ছানউল্লা সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটির যৌথ আয়োজনে আগামী ২৯ নভেম্বর বিকাল ৩টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আন্তর্জাতিক ‘গ্লোবাল ফ্র্যাটারনিটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু।

এছাড়া সেমিনারে বক্তব্য রাখবেন- ডিএএম ক্লাব-২৫ এর উপদেষ্টা ড. কাজী এহছানুর রহমান, ব্র্যাক ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের ভিজিটিং রিসার্চ ফেলো খন্দকার সাখাওয়াত আলী, পাকিস্তান ইনস্টিটিউট অফ লিভিং অ্যান্ড লার্নিংয়ের রিসার্চ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এনগেজমেন্টের পরিচালক ড. নূর উল জামান রফিক এবং জাতিসংঘ অ্যাসোসিয়েশন ফিজির প্রতিষ্ঠাতা ও সভাপতি আকমল আলী। এছাড়াও সেমিনারে ওপেন উন্মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের বিশেষ মতামত শোনার সুযোগ থাকবে। মানবতাবাদী পেশাজীবী, সমাজকর্মী, সামাজিক চিন্তাবিদ ও উন্নয়ন কর্মীরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের সুবিধার্থে সেমিনারের ভাষা ইংরেজি নির্ধারণ করা হয়েছে।

সেমিনারে সরাসরি ও অনলাইনের মাধ্যমে যুক্ত হওয়া যাবে। মানবিক মূল্যবোধ ও সুফিবাদের দর্শনের আলোকে আয়োজিত এই সেমিনার বিশেষভাবে আলোকপাত করা হবে অবিভক্ত বাংলার বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক ও সুফি সাধক খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর বিশ্ব ভ্রাতৃত্বের ভাবনার ওপর। একজন নিবেদিত সুফি হিসেবে তার ‘গ্লোবাল ফ্র্যাটারনিটি’ বিষয়ক দিকনির্দেশনার আলোকে ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত হয় আহ্ছানিয়া মিশন।

অনলাইন যুক্ত হতে : Zoom Meeting ID : ৮৫১৪৪৭০৩৩৭৭, Passcode : ০৫০০৩৮। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি