স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে ওয়ার্কশপ
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির উদ্যোগে গত ২৫ নভেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিআহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের শরিআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল্লাহ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের শরিআহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. যুবাইর মোহাম্মাদ এহসানুল হক।
ড. মোহাম্মদ সাইফুল্লাহ ইসলামী ব্যাংকিংয়ে নৈতিক মূল্যবোধ ও উন্নত আচরণের প্রয়োজনীয়তা এবং প্রফেসর ড. যুবাইর মোহাম্মাদ এহসানুল হক পরিচালন কার্যক্রমে শরিআহ অনুশীলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান ওয়ার্কশপটি সঞ্চালনা করেন। শরিআহ সেক্রেটারিয়েট ডিভিশনের প্রধান জনাব কেএম রহমাতুল্লাহ শাখাসমূহের শরিআহ পরিপালন বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন। শরিআহ সেক্রেটারিয়েট ডিভিশরেন মুরাকিবরা ছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের নির্বাহী ও কর্মকর্তারা ওয়ার্কশপে অংশ নেন। এ ছাড়া বিভিন্ন শাখার শাখাপ্রধান, ম্যানেজার অপারেশন্স ও ইনভেস্টমেন্ট ইনচার্জরা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
