গাজীপুরে ৮০ বস্তা সারসহ পিকআপ আটক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে সরকারি বরাদ্দকৃত ৮০ বস্তা ইউরিয়া সারসহ একটি পিকআপ আটক করেছে স্থানীয়রা। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিজমাওনা গ্রামের মাক্কির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে মাক্কির মোড় এলাকায় একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা সেটি থামিয়ে তল্লাশি করেন। এ সময় পিকআপটিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সিলযুক্ত ৫০ কেজি ওজনের ৮০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। তল্লাশির সময় পিকআপ চালক কৌশলে পালিয়ে যান। পরে স্থানীয়রা সারসহ গাড়িটি মাওনা পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।
স্থানীয়রা জানান, শ্রীপুরের সার পরিবেশক প্রতিষ্ঠান ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজে’র স্বত্বাধিকারী আফির উদ্দিন ও জসিম উদ্দিনের সহযোগিতায় এসব সার টাঙ্গাইলের তকতারচালা এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। অভিযোগের বিষয়ে আফির উদ্দিন ও জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা আবু বকর সিদ্দিক বলেন, ‘কৃষকদের জন্য বরাদ্দকৃত সার পাচার করে কিছু অসাধু ব্যক্তি সংকট সৃষ্টি করছে। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পিকআপ ও জব্দকৃত সার থানায় রয়েছে।’ এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, ‘রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজে’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
