পুরস্কার বিতরণ ও মেলার আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও মেলার আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় পুরোনো বাণিজ্য মেলার মাঠে সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. মো. মোখলেস উর রহমান। সিনিয়র সচিব বলেন, প্রাণিসম্পদ খাতের সঙ্গে জড়িত বিজ্ঞানী,খামারি ও উদ্যোক্তাদের অবদানের ফলেই আমরা কোরবানির গরু-ছাগলে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি। তিনি প্রাণিসম্পদ পণ্যের গুরুত্ব তুলে ধরে বলেন,বাংলাদেশের লেদার এক্সপোর্টে ও পেছনে মূল কারিগর হচ্ছে খামারিরা। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রাণিজ খাদ্যের পুষ্টি গুণ আরও বেশি করে তুলে ধরার আহ্বান জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
