ইস্টার্ন ইউনিভার্সিটিতে আইইইই বেসিথকন সম্মেলন

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইস্টার্ন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে অত্যন্ত গত ২৯ নভেম্বর সফলভাবে অনুষ্ঠিত হলো ৪র্থ IEEE Conference on Biomedical Engineering, Computer and Information Technology for Health (BECITHCON) ২০২৫ সম্মেলন। সম্মেলনের প্রথম দিনের সব কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী সম্পন্ন হয়েছে, যেখানে সারাদিনজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত গবেষক, শিক্ষাবিদ এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সমৃদ্ধ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেছেন, ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন, ইস্টার্ন ইউনিভার্সিটির প্রযুক্তি ও প্রকৌশলী অনুষদের ডিস্টিংগুইশড প্রফেসর ড. এমএম শহিদুল হাসান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি