ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১৫৩৩ মামলা

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৩৩ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ট্রাফিক মতিঝিল বিভাগে ২১ টি বাস, ২১ টি কাভার্ডভ্যান, ৫৪ টি সিএনজি ও ১৬৬ টি মোটরসাইকেলসহ মোট ৩২৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০ টি বাস, আটটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ১৭ টি মোটরসাইকেলসহ মোট ৬৬ টি মামলা হয়েছে। ট্রাফিক তেজগাঁও বিভাগে ১০ টি বাস, দু’টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ১১৯ টি মোটরসাইকেলসহ মোট ২০৩ টি মামলা হয়েছে। ট্রাফিক মিরপুর বিভাগে আটটি বাস, আটটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজি ও ১১৬ টি মোটরসাইকেলসহ মোট ২০১ টি মামলা হয়েছে। অন্যদিকে ট্রাফিক গুলশান বিভাগে ২০ টি বাস, তিনটি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯ টি বাস, ১১ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ৮২ টি মোটরসাইকেলসহ মোট ২৩৬ টি মামলা হয়েছে।