খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএইচবিএফসি’র দোয়া ও মোনাজাত

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গতকাল মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) সদর দপ্তর মসজিদে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশেষ এ দোয়া অনুষ্ঠানে বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপাসরনের উপদেষ্টা এএসএম আব্দুল হালিম মোনাজাতপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় গণতন্ত্র তথা মানুষের মুক্তির সংগ্রামে বেগম জিয়ার আপোষহীন দীর্ঘ সংগ্রাম বিষয়ে আলোকপাত করেন। বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান, উপব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলম সরদারসহ প্রতিষ্ঠানটির সর্বস্তরের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী এ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি