তিন দাবিতে উপদেষ্টাকে স্মারকলিপি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
নবম জাতীয় বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের জন্য অর্থ উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। গতকাল বুধবার অর্থ উপদেষ্টার দপ্তরে এই স্মারকলিপি দেওয়া হয়। এতে বলা হয়, তিন দফা দাবি মেনে না নিলে আগামী ১০ জানুয়ারি ২০২৬ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের ঐকান্তিক অভিপ্রায়ে জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের সংগঠন সারা বাংলাদেশের সরকারি গণকর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের বিষয়ে প্রতিনিধিত্ব করে আসছে। অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত বেতন কমিশনের সুপারিশ চূড়ান্তকরণ পর্যায়ে এক ধরনের অনিশ্চয়তা লক্ষ্য করা যাচ্ছে, যা সরকার গণকর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নয়। আমাদের পেশকৃত প্রস্তাবনায় উল্লেখ করা হয় যে, অধিকারবঞ্চিত কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণের বিদ্যমান ২০টি গ্রেডকে ভেঙে ১০টি গ্রেড ধাপে রূপান্তর পূর্বক ১ অনুপাত ৪ হারে বেতন নির্ধারণ করা হলে তা যথার্থ হবে।
এতে আরও বলা হয়, বেতন কাঠামো বাস্তবায়ন প্রত্যাশায় সরকারি কর্মচারীরা ঢাকাসহ সারাদেশের বিভিন্ন সরকারি দপ্তর/পরিদপ্তরে এরইমধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। নিশ্চয়ই অবহিত আছেন যে, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি ও সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়ে নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা দুর্বিষহ অবস্থায় অতি মানবেতর জীবনযাপন করছেন। বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নে অনিশ্চয়তায় গণকর্মচারীদের মধ্যে তীব্র হতাশা ও গভীর ক্ষোভের সঞ্চার হচ্ছে।
