ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের এমইউএফজি ব্যাংকের এমডির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জাপানের এমইউএফজি ব্যাংক লিমিটেড (মিতসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল গ্রুপ)-এর ব্যবস্থাপনা পরিচালক মি. কেনজি কিমুরা গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় একই ব্যাংকের কর্মকর্তা মি. আহমাস সাভিম রব তাঁর সঙ্গে ছিলেন। সাক্ষাৎ কালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এমইউএফজি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সহযোগিতা কামনা করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি