বিএমইউতে এআই বিষয়ক সেমিনার

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘এ আই: উদ্ভাবন এবং ভবিষ্যতের দিক নির্দেশনা ‘(Al: Innovations and Future Direction)’ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিএমইউ-এর উদ্যোগে অনুষ্ঠিত এই সেমিনারে সম্মানিত অতিথি ও প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ পাকিস্তানের কমস্যাটস ইউনিভার্সিটি ইসলামাবাদ এর একাডেমিক এ্যাডমিনিস্ট্র্রেটর ও তমঘা-ই-ইমতিয়াজ পুরস্কারে ভূষিত ডা. হাম্মাদ ওমর (Dr. Hammad Omer, Tamgha-E-Imtiay)। সেমিনারে আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এআই-এর ভূমিকা, সম্ভাবনা, অগ্রগতি, উন্নয়ন, এআই উদ্ভাবনে গবেষণার অগ্রাধিকার, সহযোগিতামূলক পথ চিহ্নিত করণ, ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্র, প্রযুক্তি-সমন্বিত স্বাস্থ্যসেবা গঠনের রূপরেখাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি