ট্রাস্ট ব্যাংক ও সিজি রানার বিডির মধ্যে চুক্তি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং বিওয়াইডি বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর সিজি রানার বিডি লিমিটেড সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায়, বিওয়াইডি গ্রাহকরা ট্রাস্ট ব্যাংক থেকে অটো লোন গ্রহণের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
