এতিম ও নারীদের জন্য নির্মিত হচ্ছে কমপ্লেক্স

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের উদ্যোগে এতিম শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং নারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে নির্মাণ করা হচ্ছে মির্জা রুহুল আমিন অ্যান্ড ফাতেমা মেমোরিয়াল কমপ্লেক্স। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আদর্শ কলোনিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা-মায়ের নামে নির্মাণাধীন এই কমপ্লেক্সটি বাসমাহ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এখানে শত শত এতিম শিশু বিনামূল্যে খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য মৌলিক সেবা পাবে। নারীদের জন্য থাকবে বিশেষ স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রম। গত এক বছর ধরে নির্মাণকাজ চলছে, যার চার ভাগের তিন ভাগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি শতাধিক এতিম শিশুর জন্য প্রাথমিক কার্যক্রমও শুরু হয়েছে।

কমপ্লেক্সের এডুকেশন ইনচার্জ আহম্মেদ আমিন বলেন, এখানে বাসমাহ অরফানস হোম, বাসমাহ স্কুল অ্যান্ড কালচারাল সেন্টার এবং বাসমাহ উইমেন্স অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার- এই তিনটি অংশে কার্যক্রম পরিচালিত হবে।