অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

জেলার বন্দর থানার মদনপুর এলাকায় গতকাল একাধিক অভিযানে ভ্রাম্যমাণ আদাতলের মাধ্যমে বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে আর্থিক জরিমানা এবং কারাদণ্ড দেওয়া হয়। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাণিজ্যিক গ্রাহক শ্রেণিতে অবৈধভাবে গ্যাস ব্যবহার ও সংযোগ সম্প্রসারণের প্রমাণ পাওয়া গেলে মোট ১৮০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়। এর মধ্যে ছিল ৮০ ফুট ৩/৪ ইঞ্চি এমএস পাইপ ও ১০০ ফুট ৩/৪ ইঞ্চি হোস পাইপ। এছাড়া ১৩টি স্টার বার্নার, একটি ডাবল চুলা, আটটি সিঙ্গেল চুলা, চারটি মডিফাইড বার্নার এবং একটি বুস্টারসহ মোট ৬০০ ঘনফুট/ঘন্টা সংযুক্ত লোড বিচ্ছিন্ন করা হয়।