যাত্রাবাড়ীতে দুটি বিদেশি পিস্তলসহ আটক দুই
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি বিদেশি পিস্তলসহ দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। অভিযুক্তরা হলেন- মো. মিলন হোসেন ও মো. শামিল ওরফে শামিল হোসাইন। গত শুক্রবার বিকালে যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবির বরাতে তালেবুর রহমান বলেন, ডিবির ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ধোলাইপাড়ে অবৈধ অস্ত্রধারী লোক অবস্থান করছেন।
