বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনার মহড়া

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গতকাল রোববার বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনার উপর একটি সম্মিলিত মহড়ার আয়োজন করা হয়। উক্ত মহড়ায় মেজর জেনারেল এম খায়ের উদ্দীন, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণ মাঠকর্মী, সেচ্ছাসেবক ও ছাত্রছাত্রীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন। উল্লেখ্য, ৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত সদস্য ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ভূমিকম্প পূর্ব ও পরবর্তী ক্ষয়ক্ষতি কমানো, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং উদ্ভূত প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য গত ০২ ডিসেম্বর থেকে ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত মোট ৩ দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি