এআই ভিডিওকে দিল্লিতে বাংলাদেশবিরোধী প্রচারণা বলে অপপ্রচার

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময় দিল্লির রাস্তায় বাংলাদেশ সরকার বিরোধী পোস্টার দেখা গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়া দাবি শনাক্ত করেছে। ফ্যাক্টওয়াচ বলছে, বিষয়টি সম্পূর্ণ ভুয়া। এসব ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। ফ্যাক্টওয়াচ জানায়, ফেসবুকে অনেকে দাবি করছেন, পুতিনের দিল্লি সফরের সময় শহরের বিভিন্ন স্থানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করে পোস্টার দেখা গেছে। অনেকে এই দাবির সঙ্গে দিল্লির রাস্তার কিছু ছবিও শেয়ার করেছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, এসব ছবির কোনোটিই বাস্তব নয়। এআই ব্যবহার করে পোস্টারগুলো তৈরি করা হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের সফর সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদনেও এমন কোনো পোস্টার ছড়িয়ে পড়ার তথ্য নেই। দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।