সূত্রাপুরে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামে এক হলুদণ্ডমরিচ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আব্দুর রহমান শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শ্যামবাজার মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় পথচারীরা তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার জানায়, দুপুরবেলায় তাড়াহুড়ো করে খেয়ে প্রায় পৌনে ১২টার দিকে আব্দুর রহমান বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর এলাকাবাসী একটি বিকট শব্দ শুনতে পান। পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেছিলেন, সম্ভবত কোনো ট্রান্সমিটার বিস্ফোরণ ঘটেছে। কিন্তু কিছু সময়ের মধ্যে নিহতের ভাইকে ফোন দিয়ে স্থানীয়রা জানান, আব্দুর রহমানকে গুলি করা হয়েছে।