আন্তঃমন্ত্রণালয় ডেটা ইন্টারঅপারেবিলিটির জন্য সরকারের উদ্যোগ

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গত রোববার সরকারের রুটিন টিকাদান ব্যবস্থা আরও কার্যকর ও টেকসই করতে সমন্বিত ও ইন্টারঅপারেবল আন্তঃমন্ত্রণালয় ডাটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি স্ট্র্যাটেজিক কমিটি এবং কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

এক্ষেত্রে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর টিকা প্রদান সিস্টেমকে ইউজ কেস হিসেবে ব্যবহার করা হবে এবং উক্ত সিস্টেম বাস্তবায়নের সময় চ্যালেঞ্জ ও প্রাপ্ত ফলাফলকে জাতীয় ইন্টারঅপারেবল সিস্টেম তৈরির ভিত্তি হিসেবে নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন উইং) মো. মামুনুর রশীদ ভূঞা; এটুআইয়ের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোহা. আব্দুর রফিক; যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. কামরুল হাসান ও যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. রশিদুল মান্নাফ কবীর; আইসিটি বিভাগের যুগ্ম সচিব (ডিজিটাল গভর্ন্যান্স ও সিকিউরিটি উইং) মো. মজিবর রহমান; স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. আবু আহাম্মদ আল মামুন; এটুআইয়ের প্রোগ্রাম ম্যানেজমেন্ট লিড আব্দুল্লাহ আল ফাহিম, ডাটা ও রিসার্চ ক্লাস্টার হেড আনোয়ারুল আরিফ খান ও ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মাহা আবু এমিয়ার। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি