বিএমডিএফ ও সুইসকনট্যাক্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) এবং সুইসকনট্যাক্ট বাংলাদেশের মধ্যে নগর পরিষেবা উন্নয়ন ও পৌর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে একটি সমঝোতা স্মারক ((MoL) স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর বিয়াম (BIAM) ফাউন্ডেশনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব এবং বিএমডিএফ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রেজাউল মাকছুদ জাহেদী। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (FI) সচিব নাজমা মোবারেক। বিএমডিএফের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব। এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা-২) মো. খলিলুর রহমান এবং সুইসকনট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। উল্লেখ্য যে, মূল স্বাক্ষর অনুষ্ঠানের আগে বিএমডিএফের ১৩২তম বোর্ড সভা এবং ২১তম বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএমডিএফ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
