‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে ট্রাস্ট ব্যাংক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে প্রবাসী আয় (ওয়েজ রেমিট্যান্স) সংগ্রহে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ট্রাস্ট ব্যাংক পিএলসি ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি গত বুধবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) আহসান জামান চৌধুরীর হাতে পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
