মিডল্যান্ড ব্যাংক ও মারকো পোলোর মধ্যে সমঝোতা

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সম্প্রতি মিডল্যান্ড ব্যাংক ও মারকো পোলো ঢাকা হোটেলের সঙ্গে একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষর করেছে। মারকো পোলো ঢাকা হোটেল রাজধানীতে অবস্থিত একটি সুপরিচিত হোটেল, যেখানে ব্যবসায়িক ও অবসর ভ্রমণকারীদের জন্য বিভিন্ন ধরনের আবাসন ও সুযোগ-সুবিধা প্রদান করা হয়। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকার গুলশান-২ এ অবস্থিত মিডল্যান্ড ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে মিডল্যান্ড ব্যাংক পিএলসির চিফ টেকনোলজি অফিসার (ঈঞঙ) মো. নজমুল হুদা সরকার এবং মারকো পোলো ঢাকা হোটেলের অপারেশন্স ম্যানেজার মো. আসরাফ উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি