অগ্রণী ব্যাংকের আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

অগ্রণী ব্যাংক পিএলসির জাতীয়তাবাদী আর্দশে বিশ্বাসী সংগঠন অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি, কর্মচারী কল্যাণ সমিতি, জাতীয়তাবাদী ব্যাংকার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, জিয়া মঞ্চ, জিসাসসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের উদ্যেগে গত সোমবার বাদ আসর অগ্রণী ব্যাংক ভবন কেন্দ্রীয় মসজিদে কোরান শরীফ খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উপদেষ্টা আগা আজিজুল ইসলাম, সভাপতি গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আরিফ হোসেন খান, সাধারণ সম্পাদক শামীম হোসেন এবং অগ্রণী ব্যাংক পিএলসির নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী ও সংগঠনসমূহের নেতরা। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি