
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক স্বাস্থ্য সুরক্ষা এবং টোটাল ফিটনেস বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগে এ প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত কলা অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ ও ফার্মেসি অনুষদে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কার্যক্রমের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৮৫ জন শিক্ষার্থী ও শিক্ষক মানসিক স্বাস্থ্য সেবা, মেডিটেশন, মাইন্ডফুলনেস এবং টোটাল ফিটনেস বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় প্রথম পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থী এবং পরবর্তী পর্যায়ে আরও ১০ হাজার শিক্ষার্থীকে এই প্রশিক্ষণের আওতায় আনার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবার উন্নয়নে এই ব্যতিক্রমী উদ্যোগ ‘মেন্টাল হেলথ উৎসব, মেডিটেশন ও মাইন্ডফুলনেস’ কার্যক্রমে রূপ নেয়। যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া সৃষ্টি করে এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি