
রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে আরেকজন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- মো. বিল্লাল, আবদুল কাদির ও মো. রিয়াজ। গতকাল সোমবার বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ড মঞ্জুর করেন। আর আর জিন্নাত নামের একজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি হয়। শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরী বাজার এলাকায় সাত জানুয়ারি রাতে মুছাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।