বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড নিয়ে এলো ‘হারিয়ে গিয়েছি’ ভিন্নধর্মী অভিজ্ঞতা
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ৯ জানুয়ারি ঢাকার আলোকিতে আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করেছে ‘হারিয়ে গিয়েছি’ বাই বার্জার ইলিউশন্স একটি অভিনব ইলিউশন প্রদর্শনী। সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এই আয়োজনে কল্পনা, সৃজনশীলতা এবং সুন্দর ইন্টেরিয়র ডিজাইনের অভিনব দিকগুলো তুলে ধরা হয়। এই প্রদর্শনীতে বিশেষভাবে উপস্থাপন করা হয় বার্জার ইলিউশন্স-এর কিছু অনন্য নকশা, যা তৈরি হয়েছে দেশের তিনজন পরিচিত সৃজনশীল ব্যক্তিত্বের সঙ্গে যৌথভাবে। তারা হলেন- স্থপতি ও অভিনেত্রী অপি করিম, ফ্যাশন ডিজাইনার সারা করিম এবং সংগীতশিল্পী ও শিল্পী অর্ণব। এসব ইলিউশন দেখিয়েছে, কীভাবে রঙ ও নকশার সঠিক ব্যবহার ঘরের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে এবং মানুষের মন ভালো রাখতে সহায়তা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্বরা। এ সময় আরও উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, চিফ বিজনেস অফিসার একেএম সাদেক নওয়াজ এবং চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন তারেক। ‘হারিয়ে গিয়েছি’ ক্যাম্পেইনটি কল্পনা ও চিন্তার জগতে হারিয়ে যাওয়ার সেই বিশেষ মুহূর্তকে তুলে ধরে, যেখানে সুন্দর ও পরিকল্পিত ইন্টেরিয়র মানুষের মনকে শান্ত রাখে, সৃজনশীলতা বাড়ায় এবং দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। এখানে ‘হারিয়ে গিয়েছি’ শুধুই হারিয়ে যাওয়ার অনুভূতি নয়, বরং রঙ ও কল্পনার মধ্যে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
