রোকেয়া দিবসে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

রোকেয়া দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল গত বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, বেগম রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন স্মারক বক্তৃতা, স্বর্ণপদক ও বৃত্তি প্রদান প্রভৃতি। এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রোকেয়া হল মিলনায়তনে ৩৭তম বেগম রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন স্মারক বক্তৃতা, স্বর্ণপদক ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করেন। রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ‘রোকেয়ার সময়’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপার্সন অধ্যাপক ড. পারভীন হাসান। আলোচনায় অংশ নেন রোকেয়া হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তাজমেরী এসএ ইসলাম এবং অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম। এ সময় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, রোকেয়া হলের সাবেক প্রাধ্যক্ষরা, অ্যালামনাই, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
