দেশজুড়ে এসিতে মাসব্যাপী ফ্রি ক্লিনিং সার্ভিস দিচ্ছে ওয়ালটন
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে দেশজুড়ে মাসব্যাপী ফ্রি ক্লিনিং সার্ভিস ক্যাম্পেইন চালাচ্ছে দেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন। ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে ওয়ালটন এসির গ্রাহকদের ফ্রি ক্লিনিং সার্ভিস দেওয়া হচ্ছে। আজ থেকে শরু হয়েছে এই সার্ভিস ক্যাম্পেইন। ‘সেরা বিক্রয়োত্তর সেবার অঙ্গীকার’ এই স্লোগানে চালু হওয়া ওই ক্যাম্পেইনের উদ্দেশ্য ব্র্যান্ড লয়ালিটি বৃদ্ধি ও গ্রাহকদের সন্তুষ্টি অর্জন। গত বৃহস্পতিবার রাজধানীতে ওয়ালটনের কর্পোরেট অফিসে মাসব্যাপী ওই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালকের বিজনেস কো-অর্ডিনেটর তানভীর আঞ্জুম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইকবাল হোসাইন, এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ সার্ভিস অফিসার নিয়ামুল হক এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান হোসাইন প্রমুখ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
