গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মুগদায় গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদ জানিয়েছে মুগদা নাগরিক কমিটি। গতকাল শনিবার মুগদা এলাকায় আয়োজিত এক মানববন্ধনে এ প্রতিবাদ জানানো হয়। কমিটির মুগদা থানা সভাপতি সৈয়দ মুস্তাক আলী কাউসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইন উদ্দীন ফারুকীর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ, কাউন্সিলর পদপ্রার্থী এহসানুল মাহবুব জোবায়ের, মতিউর রহমান আকন্দ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কবির আহমেদ বলেন, দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কারণে বাংলাদেশ বারবার বিপর্যস্ত হচ্ছে। আজ সারা দেশে যে গ্যাসের সংকট দেখা দিয়েছে এটি কৃত্রিম সংকট। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মানুষ এলপি গ্যাস পাচ্ছে না।

সরকারের ভেতরে ও বাইরে আওয়ামী দোসরদের কারণে সরকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিতে পারছে না। তিনি আরও বলেন, ক্ষমতার মসনদে বসতে আওয়ামী দোসরদের রক্ষা করে একটি রাজনৈতিক দলের নেতারা এসব দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি করছে। তারা চাঁদার জন্য নিজেরা নিজেদের নেতাকর্মীকে হত্যা করছে।

আওয়ামী লীগ মানুষকে লগি-বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে মেরেছে। আরেকটি দল চাঁদার জন্য পাথর দিয়ে থেঁতলে থেঁতলে ব্যবসায়ীকে হত্যা করেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম সন্ত্রাস-চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে বয়কট করবে। গণভোট প্রসঙ্গে কবির আহমেদ বলেন, ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।