ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান অলিম্পিয়াড
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

১৫তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান একাডেমী দিনব্যাপী এই অলিম্পিয়াড আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সহ-সভাপতি অধ্যাপক ড. জেডএন তাহমিদা বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিজ্ঞান অলিম্পিয়াড-এর আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ স্বাগত বক্তব্য দেন। বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সচিব অধ্যাপক ড. ইয়ারুল কবীর ধন্যবাদ জ্ঞাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী নূর ই তাজ জাহান তন্বী অনুষ্ঠান সঞ্চালন করেন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, সমাজের সর্বত্র বিজ্ঞান চর্চা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অলিম্পিয়াডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের অস্তিত্বের স্বার্থেই বিজ্ঞানমনস্ক জাতি তৈরি করা প্রয়োজন। সামাজিক ঐক্য গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা সমাজকে নিয়ে চলতে চাই। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
