সাউথইস্ট ব্যাংকের ঢাকা জোনের বার্ষিক এজেন্ট সম্মেলন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি ঢাকা জোনের ‘বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৬’ আয়োজন করে। উক্ত সম্মেলনে সাউথইস্ট ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান এমএ কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সাউথইস্ট ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই সম্মেলনে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের ঢাকা জোনের সকল এজেন্ট পার্টনাররা অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ট্যাগড শাখা প্রধানগণ এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলনে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ২০২৫ সালের সার্বিক কর্মকান্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
