ডেসকোর ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

‘পরিবর্তনশীল বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে ডেসকো ধারাবাহিকভাবে নিজেকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সেবামুখী বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য শুধু বিদ্যুৎ বিতরণে সীমাবদ্ধ নয়; বরং একটি আর্থিকভাবে সক্ষম, পরিচালনাগতভাবে দক্ষ এবং গ্রাহকের আস্থা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে ডেসকোকে প্রতিষ্ঠিত করা’ বলে উল্লেখ করেন ডেসকো বোর্ডের চেয়ারম্যান ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া। গতকাল শনিবার ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো’র) ২৯তম বার্ষিক সাধারণ সভা নিকুঞ্জস্থ ঢাকা রিজেন্সি হোটেলে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া আরও বলেন, ‘রাজস্ব আয়ের উল্লেখযোগ্য প্রবৃদ্ধির পাশাপাশি পূর্ববর্তী বছরের তুলনায় নীট লোকসানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা ব্যবস্থাপনার দক্ষতা, ব্যয় নিয়ন্ত্রণ এবং আর্থিক শৃঙ্খলার প্রতিফলন। একই সঙ্গে গ্রাহক সংখ্যার ধারাবাহিক বৃদ্ধি ডেসকোর প্রতি জনগণের আস্থা ও নির্ভরতার প্রমাণ বহন করে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি