বিমান টিকিটের চাহিদা দিতে গাইডলাইন মানেনি এজেন্সি

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

হজ-২০২৬ উপলক্ষে বিমান টিকিটের চাহিদা দিতে হজ প্যাকেজ ও গাইডলাইন মানেনি কিছু লিড এজেন্সি। সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে দ্রুত সংশোধন করে এয়ারলাইন্সকে চাহিদা পাঠানোর নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সম্প্রতি ২০২৬ সালের হজ কার্যক্রম পরিচালনাকারী সব লিড এজেন্সির স্বত্বাধিকারী/ব্যবস্থাপনা পরিচালক/অংশীদারদের চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬’ অনুসরণ করে এয়ারলাইন্স বরাবর বিমান টিকিটের চাহিদা দেওয়ার জন্য ২০২৬ সালের হজের সব লিড এজেন্সিকে অনুরোধ করা হয়। কিন্তু এয়ারলাইন্স বরাবর পাঠানো চাহিদার অনুলিপি পর্যালোচনায় দেখা যায় যে, কিছু লিড এজেন্সি ‘হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬’ এবং মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেনি।