আইসিএমএবির নতুন প্রেসিডেন্ট কাওসার আলম, সেক্রেটারি সাইফুল আজম

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর ২০২৬ সালের জন্য নতুন অফিস বেয়ারার নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ইনস্টিটিউটের ১৯তম কাউন্সিলের প্রথম সভায় মো. কাওসার আলম এফসিএমএ প্রেসিডেন্ট ও মনজুর মো. সাইফুল আজম এফসিএমএ সেক্রেটারি নির্বাচিত হন।

সভায় আব্দুল মতিন পাটোয়ারী এফসিএমএ ও এসএম জাহির উদ্দিন হায়দার এফসিএমএ ভাইস-প্রেসিডেন্ট এবং অধ্যাপক ড. মো. মুশফিকুর রহমান এফসিএমএ ট্রেজারার নির্বাচিত হন। নবনির্বাচিত প্রেসিডেন্ট কাওসার আলম বর্তমানে সেভেন রিংস সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জনতা ব্যাংক পিএলসির পরিচালক এবং আর্ক ফাউন্ডেশনের সম্মানসূচক পরিচালক হিসেবেও যুক্ত রয়েছেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি