ডিএসসিসিতে আধুনিক BPaL/M চিকিৎসা পদ্ধতি নিয়ে মতবিনিময়

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গত মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা থেকে যক্ষ্মা ও ওষুধ প্রতিরোধী যক্ষ্মা (DR-TB) নির্মূলে অত্যাধুনিক ও স্বল্পমেয়াদি চিকিৎসা পদ্ধতি BPaL/M -এর সফল প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক উচ্চপর্যায়ের স্টেকহোল্ডার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে এবং নারী মৈত্রী ও TB Alliance -এর ‘Fast Track the Cure’ উদ্যোগের কারিগরি সহযোগিতায় এই সভাটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান এনডিসি। সভাটি সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

এবারের সভায় বিশেষ মাত্রা যোগ করে TB Alliance -এর আন্তর্জাতিক প্রতিনিধিদের ভার্চুয়াল অংশগ্রহণ। যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ কারিগরি তথ্য উপস্থাপন করেন TB Alliance -এর মেডিকেল অ্যাফেয়ার্সের সিনিয়র ডিরেক্টর সালাহ ফরাইদা (Salah Foraida)। তিনি BPaL/M পদ্ধতির বৈশ্বিক সাফল্য তুলে ধরে বলেন, ‘বিশ্বের অনেক দেশে এই ৬ মাসের ইনজেকশনমুক্ত কোর্সটি যক্ষ্মা চিকিৎসায় বিপ্লব ঘটিয়েছে। বাংলাদেশেও এর সঠিক প্রয়োগ রোগীদের দীর্ঘমেয়াদি ভোগান্তি কমাতে অনন্য ভূমিকা রাখবে।’ সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি