বিইউপির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষার ফল ২০ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে।
গত ৯, ১০ ও ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে উক্ত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হয়। এ বছরের ভর্তি পরীক্ষায় ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্সে রোল- ১১২৬১১৪৬৮৬, মো. সিয়াম আলি; ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজে রোল- ১০২৬১০০৬৭৫, আরিশা আশিক খান; ব্যাচেলর অব বিজনেস স্টাডিজে (জেনারেল) রোল- ১৫২৬১০৬০৬৭, আব্দুর রহমান; ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে রোল-১২২৬১১৩৬৮৭, তানজিমা রব আদ্রিতা; ফ্যাকাল্টি অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে রোল- ১৪২৬১১৩৪৫৭, ফারিহা ফারহিন শিমু; ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে রোল- ১৪২৬১২৪৫৪৬, অরুনাভ তাশদিদ; ফ্যাকাল্টি অব মেডিকেল স্টাডিজে রোল- ১৪২৬১২৫৩৪৭, নাহিদ আখতার এবং রোল- ২৪২৬১০০৩৪১, আঁখি আলো মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে প্রথম স্থান অর্জন করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
