জয়নুল গ্যালারিতে ‘আর্ট ফর ইক্যুয়ালিটি’ শিল্পকর্ম প্রদর্শনী
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় শিল্পকলার ইতিহাস বিভাগের উদ্যোগে ‘আর্ট ফর ইক্যুয়ালিটি’ শীর্ষক তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী গতকাল বুধবার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনের পর উপাচার্য প্রদর্শনী ঘুরে দেখেন। নেদারল্যান্ডস দূতাবাস, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
ওসমান জামাল মিলনায়তনে শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও প্রদর্শনীর কিউরেটর ড. শেখ মনির উদ্দিনের সভাপতিত্বে চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এএএম কাওসার হাসান, প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মোস্তারী, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল (ঔড়ৎরং াধহ ইড়সসবষ), প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস (কধনরঃধ ইড়ংব) এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান করভি রাখসান্ড (কড়ৎার জধশংযধহফ) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
