স্বামীর সঙ্গে ঝগড়া করে ৫ বছর বয়সী ননদকে হত্যা

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাটারা এলাকায় আরিফা নামে ৫ বছর বয়সী এক শিশুকে তার আপন বড় ভাই খেলনা পুতুল কিনে দেওয়াকে কেন্দ্র করে ভাইয়ের সঙ্গে ঝগড়া করেন ভাবি। এরপর ছোট্ট শিশুকে ডেকে নিয়ে গলা টিপে হত্যা করে পানির ট্যাংকের ভেতর লাশ লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় নিহত শিশুর লাশ উদ্ধারের পর তার ভাবিকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। গত ??বুধবার সন্ধ্যায় ভাটারার মৃধা বাড়ি এলাকার জহির মিয়ার বাড়ির দ্বিতীয় তলা ভবনের নিচতলার পানির ট্যাংক থেকে আরিফার লাশ উদ্ধার করে পুলিশ। ?এ ঘটনায় নিহত শিশুর ভাবিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ঘাতক ভাবি হলো- খাদিজা আক্তার। ?নিহত শিশুর নাম আরিফা। সে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শিদুলকুড়া গ্রামের রাজিব মিয়ার সন্তান। পরিবারের সঙ্গে ভাটারার মৃধা বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতো আরিফা। পাশাপাশি, শিশুটি স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছিল।

?পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যার দিকে মৃধা বাড়ি এলাকার জহির মিয়ার দ্বিতীয় তলা ভবনের নিচতলার পানির ট্যাংক থেকে আরিফার লাশ উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

??শিশুর মামা আজহার বলেন, দু’দিন আগে আমার ভাগনি শিশু আরিফাকে তার আপন বড় ভাই খেলনা পুতুল কিনে দেয়। এ নিয়ে শিশুর ভাবি তার বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া শুরু করে। আমার শিশু ভাগনিকে জড়িয়ে নানা রকম খারাপ কথাবার্তা বলে গালাগালি করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর গতকাল দুপুর থেকে আমার ভাগনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।