ইউআইটিএস-এ বিজনেস স্টাডিজ বিভাগের বরণ ও প্রাক্তনদের বিদায় অনুষ্ঠিত
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগ ও বিজনেস ক্লাবের উদ্যোগে অদ্য গত বৃহস্পতিবার সকাল ১১:০০টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে বিজনেস ক্লাবের নতুন কমিটির বরণ ও প্রাক্তন কমিটির বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মেহেদী হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউআইটিএস-এর মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ।
উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন- দেশ, জাতি, প্রতিষ্ঠান ও পরিবার পরিচালনার জন্য যেমন দক্ষ নেতৃত্বের প্রয়োজন হয় ঠিক তেমনি বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর বিভিন্ন পার্ট রয়েছে যা সুষ্ঠুভাবে পরিচালনার জন্যও দক্ষ নেতৃত্বের প্রয়োজন। দক্ষ নেতৃত্বের গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বলে তিনি উল্লেখ করেন। মাননীয় উপাচার্য বিজনেস স্টাডিজ বিভাগের সবাইকে ধন্যবাদ সেইসঙ্গে বিজনেস ক্লাবের নতুন কমিটিকে স্বাগত ও বিদায়ী কমিটির সদস্যদের শুভকামনা ও শুভেচ্ছা জানান। স্বাগত বক্তব্যে বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন বলেন, ক্লাসরুমের বাহিরে একটি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ পরিসর রয়েছে। কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার কার্যক্রমের মাধ্যমে আমরা সেই শিক্ষা অর্জন করতে পারি। বিজনেস স্টাডিজ বিভাগের বিজনেস ক্লাব সেই এক্সট্রা কারিকুলাম পরিচালনা করে থাকে। তিনি বিজনেস ক্লাবের নতুন কমিটিকে উদ্ভাবনী ও শিক্ষনীয় কার্যক্রম আয়োজনের মাধ্যমে বিভাগের সুনাম বিশ্ববিদ্যালয়জুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
