যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসাসেবা কোস্ট গার্ডের
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গত শুক্রবার এক নারী তার অসুস্থ শিশুকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য লঞ্চযোগে ভোলার ইলিশা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। লঞ্চটি বিকাল ৩টায় চাঁদপুরের মতলব উত্তর থানাধীন একলাছপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং জীবনের ঝুঁকি দেখা দেয়। ততক্ষণাৎ লঞ্চে উপস্থিত এক যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে অতি দ্রুত একটি মেডিকেল টিম হাই স্পিডবোটযোগে উক্ত লঞ্চে গমন করে। অতঃপর মেডিকেল টিম শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং হাই স্পিডবোট যোগে সদরঘাটে পৌঁছে দেয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে সদরঘাট সংলগ্ন সুমনা হাসপাতালে স্থানান্তর করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
