পল্লবীতে দুস্থ নারীদের মধ্যে অর্থ ও প্রশিক্ষণ সনদ বিতরণ
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের অর্থায়নে DAM-TVET -এর সহায়তায় পল্লবী মিরপুরে গত সোমবার ২০ জন দুস্থ নারীর মধ্যে আনুষ্ঠানিকভাবে সুইং মেশিন অপারেশন প্রশিক্ষণ-এর সনদ বিতরণ ও শিক্ষার্থীদের যাতায়াত বাবদ ২৪০০ টাকা করে প্রদান করা হয়। আহ্ছানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মফিজুর রহমানের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের সাধারণ সম্পাদক ফিরোজ আলম। আরও উপস্থিত ছিলেন- ফোরামের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা মো. মোখলেছুজ্জামান, টিভেট-এর প্রোগ্রাম অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, অ্যাকাউন্টেন্ট উত্তম কুমার সাহা, ব্রাঞ্চ ম্যানেজার প্রদীপ বারই এবং প্রশিক্ষণ ইন্সট্রাকটর মালা, শিক্ষার্থীরা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
উল্লেখ্য গত ১৩ নভেম্বর, ২০২৫ থেকে শুরু হয়ে ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময় প্রশিক্ষণ পরিচালিত হয়। আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের অর্থায়নে DAM-TVET -এর সহায়তায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
