ট্রেনে টিকিটবিহীন ২১৫৩ যাত্রী, আদায় প্রায় ৫ লাখ টাকা
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
একদিনে ৭৫টি ট্রেনে অভিযান পরিচালনা করে টিকিটবিহীন ২ হাজার ১৫৩ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৪ লাখ ৭৭ হাজার ৮৫ টাকা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড পেজে প্রকাশ করা এক তথ্যে বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়, গত সোমবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০০ জন টিটিই কাজ করেছেন।
